ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশি পণ্যের ওপরে ৩৭ শতাংশ শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে বাংলাদেশি রফতানি পণ্য বিশেষ করে তৈরি পোশাক শিল্পের ওপরে নেতিবাচক প্রভাব কতটুকু পড়তে পারে এ বিষয়ে কাজ করছে সরকার। বাংলাদেশি পণ্যের ওপর আগে শুল্ক ছিল ১৬ শতাংশ। বাংলাদেশি পণ্যের ওপর যেমন অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে, তেমনই বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর ওপরও শুল্কারোপ করা হয়েছে। যেমন-ভারতের উপর ২৬ শতাংশ, পাকিস্থান ২৯ শতাংশ, চায়না ৩৪ শতাংশ তাইওয়ান ৩২ শতাংশ, মালয়েশিয়া ২৪ শতাংশ, লাউস ৪৮ শতাংশ, মাদাস্কার ৪৭ শতাংশ ভিয়েতনামের ওপর ৪৬ শতাংশ, শ্রীলঙ্কার ওপর ৪৪ শতাংশ বা মিয়ানমারের ওপর ৪৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়। ফলে রফতানির ক্ষেত্রে এর প্রভাব কী পড়তে পারে সেটি হিসাব করে বের করতে হবে। বিদেশি সবধরণের মোটরযানের উপর ২৫ শতাংশ শুল্কারোপ করা হয়।
এছাড়া ইউরোপীয় ইউনিয়নের উপরও ২০ শতাংশ শুল্কারোপ করা হয়। বাদ যায়নি আমেরিকার পরম মিত্রদেশ। সেখানেও ১৭ শতাংশ ধার্য করা হয়।
গত বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্রে
রপ্তানির ৮.৪০ বিলিয়ন ডলারের মধ্যে ৭.৩৪ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে।