বেআক্কেল
লায়ন সোবহান হাওলাদার
একের সম্পদ খাচ্ছে অন্যে
নেই কোনো কৃতজ্ঞতা
বেহায়ারা কত নির্লজ্জ
স্মরণ করে না স্রষ্টার কথা।
পালন করে লৌকিক ধর্ম
কতোই না জারিজুরি
জনগণ ঠিকই বুঝে
ভণ্ডদের ভণ্ডামি।
বিশ্বজুরে ধর্মীয় উৎসবে
দাম কমে নিত্যপণ্যের
মজুতদাররা কতো লোভী হলে
দাম বাড়ে বাংলাদেশে।
অন্যকে ঠকিয়ে সম্পদ অর্জনে
কী হবে লাভ ভাবেনা মজুদদারি
সময় থাকতে সোজা পথে এসো
ছেড়ে দাও ভণ্ডামি।