নিজস্ব সংবাদদাতাঃ
শহীদ জসিমের মেয়েকে ধর্ষণ, জুলাই বিপ্লবকে কলঙ্কিত করল- শহিদুল ফাহিম
আজ ২০ মার্চ রোজ বৃহস্পতিবার বিকাল ৪.৩০ মিনিটে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ বাবার কবর জিয়ারত করে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার কলেজ ছাত্রীর পরিবারের সাথে সাক্ষাৎ করতে আজ পটুয়াখালী সদর হাসপাতালে উপস্থিত হয়েছেন গণঅধিকার পরিষদ এর একটি প্রতিনিধি টিম। প্রতিনিধি টিমের নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদ এর উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম।
ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, ৫ আগস্ট পরবর্তী এক নতুন বাংলাদেশ চেয়েছিলো এই দেশের মানুষ। যেই বাংলাদেশে থাকবে না কোনো ফ্যাসিবাদ, যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজী-দখলদারত্ব-লুটপাট, থাকবে না গুম-খুন-ধর্ষণ। অথচ ৫ আগস্ট পরবর্তী এই বাংলাদেশে এর কোনোটাই থেমে নেই। আজ আমরা যে পরিস্থিতিতে এখানে এসেছি সেটা জাতির জন্য আরো লজ্জাজনক। এক শহীদ ভাইয়ের মেয়েকে ধর্ষণের শিকার হতে হয়েছে। এই শহীদ ভাইয়ের স্ত্রী যখন বলে আমার মেয়ের ধর্ষণকারীদের শাস্তি চাই আর না হয় আমাদেরকেও আমার স্বামীর মতো গুলি দিয়ে দেন। কতটা কষ্ট আর ভীত পরিস্থিতি নিয়ে এই কথা বলতে বাধ্য হয় এক শহীদ পরিবার। শহীদ পরিবারগুলোর নিরাপত্তার জন্য গত ৭ মাসেও ব্যর্থ আমরা। সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশকে এক খাদের কিনারে নিয়ে যাচ্ছে।
বক্তব্যে তিনি আরো বলেন, ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদ সবসময়ই সকল ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবসময় সোচ্চার। আমরা এই মতবিনিময় সভা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে শহীদ জসিম ভাইয়ের মেয়ের সাথে ঘটা ঘটনা সহ সকল ধর্ষণের বিচার অতি দ্রুত সময়ের মধ্যে শেষ করতে হবে। এমন দৃষ্টান্তমূলক বিচার হোক যেন পরবর্তীতে কেউ এই ধরনের নিকৃষ্ট কাজ করতে একবার বুক কাঁপে। দেশের প্রচলিত শাস্তির বাইরে গিয়ে এক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা এই বাংলাদেশে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর দেখতে চাই না। শহীদদের রক্তের উপর বিনির্মিত এই বাংলাদেশকে আর কলঙ্কিত হতে দিতে পারি না আমরা।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রফিক রাসেল, পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদ এর আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম, সদস্য সচিব শাহ আলম শিকদার, যুগ্ম আহবায়ক সোহেল রানা, সাদ্দাম মৃধা, উর্মি আক্তার, আবু সাঈদ, যুগ্ম সদস্য সচিব শিল্পী রানা, আব্দুল্লাহ ইউসুফ, ছাত্র অধিকার পরিষদ এর সভাপতি মহসিন ইসলাম, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, সহ সভাপতি আতিকুল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুব অধিকার পরিষদ এর সভাপতি সাইফুল ইসলাম রুম্মান সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।