নিজস্ব সংবাদদাতাঃ
১৯/৩/২৫ তারিখ, রোজ বুধবার বিকাল ৪-৩০ ঘটিকায় ঢাকা আইনজীবী সমিতির মূল ভবনের ৫ম তলার হলরুমে দক্ষিণ বঙ্গ আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির শপথ অনুষ্ঠিত হয়। নবগঠিত সমিতির সভাপতি নির্বাচিত হন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোঃ অলি-উল ইসলাম-(অলি), সাধারণ সম্পাদক নির্বাচিত হন সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসার। আগামী ২ (দুই) বছরের জন্য ৪৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সভাপতিকে শপথ পাঠ করান সাবজেক্ট কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম। পরবর্তীতে সভাপতি অন্যান্যদের শপথ পাঠ করান। বক্তারা দক্ষিণ বঙ্গের আইনজীবী তথা দেশ ও জাতির কল্যাণে সমিতি সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। ইফতার শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।