কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ
ফ্যাসিস্ট সরকারের মনোভাব ও চাঁদাবাজি এখনও শেষ হয়নি, হারামের টাকা দিয়ে দেশে কখনও শান্তি আসতে পারে না বলে মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মুহাম্মদ আব্দুল হক। শনিবার (০১ মার্চ) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া মডেল টাউন এলাকায় জাতীয় সংসদ নির্বাচন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না। সংসদ নির্বাচনে যারা সৎ তারাই সংসদে যাবে। কোনো রাজনৈতিক ব্যাক্তি হুমকি দামকি দিয়ে সাধারণ মানুষের সমর্থন আদায় করাকে গনতান্ত্রিক রাজনীতি বলে না। সাধারণ মানুষের উদ্দেশ্য কর্নেল হক বলেন, আগামীতে কোনো চাঁদাবাজি, ভূমিদস্যু ও দুর্নীতিবাজকে ভোট দিবেন না। আপনাদের শোষণ করে তাদের সন্তানে কে বিদেশ পড়াবে, আর আমরা রাজনৈতিক বলি হবো তা হবে না। আসুন সুন্দর সুশীল সমাজ গড়তে নব্য ফ্যাসিস্টদের ত্যাগ করি।
বিএনপির ইটালি-ইউরোপের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুবনেতা মুহম্মদ শাহজাহান, কামরাঙিরচর থানা ৫৫ নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলাম ও ঢাকা জেলা যুবদলের সাবেক সদস্য সুজন তালুকদারসহ কেরানীগঞ্জ মডেল থানা এবং কামরাঙ্গীরচরের বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।