ঘুরাঘুরি
লায়ন সোবহান হাওলাদার
চলো যাই ঘুরতে
কোনো এক অজানায়,
যেখানে বন আছে
পাখি ডাকে রব।
চলো যাই ঘুরতে
কোনো এক নদীর কিনারায়,
যেখানে ঢেউ আছে
কানে বাজে তান।
চলো যাই ঘুরতে
কোনো এক পাহাড়ে,
যেখানে দেখা যাবে
ঝর্ণাধারা বহমান।
চলো যাই ঘুরতে
সমুদ্র সৈকতে,
দেখবে সূর্যোদয়,সূর্যাস্ত
ঐ দূর দিগন্তে ।
নিজ দেশে ঘুরি
নিজ দেশ গড়ি,
না দেখিয়া বাংলাদেশ
যাবো না আর অন্য দেশ।