নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৬ নভেম্বর রোজ শনিবার বিকেল ৩ টায় যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলার উদ্যোগে আনুষ্ঠানিক ভিপি নুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ এর উচ্চতার পরিষদ সদস্য কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, আজ এখানে আমরা একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে একত্রিত হয়েছি। একত্রিত হয়ে উপস্থিত থেকে আমরা জয়-পরাজয় উপভোগ করেছি। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমরা দল-মত নির্বিশেষে সবাই একত্রিত ছিলাম। একত্রিত ছিলাম বলেই এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। ছাত্র-জনতার তোপের মুখে পড়ে ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়। শেখ হাসিনার রেখে যাওয়া এই ধ্বংসস্তূপ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণ যখন আমাদের লক্ষ্য, তখনই আমাদের ভিতরে নানান রকমের বিভেদ। বিপ্লবীদের মাঝে এই বিভেদ কোনভাবেই কাম্য নয়। ফাঁসির দড়ি কার গলায় পড়বে আর কার গলায় পড়বে না এর থেকেও বড় বিষয় হলো এই ফ্যাসিবাদ কোনভাবে ফিরে এলে কারো রক্ষা হবে না। দেশের বিভিন্ন সেক্টরে ইতিমধ্যে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এদের বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে। সোচ্চার থাকার পাশাপাশি এই ফ্যাসিবাদকে দ্রুত সময়ের ভিতর বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাই কোনভাবেই বিপ্লবীদের ভিতরে বিভেদ রাখা যাবেনা। ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে সব সমস্যা মোকাবেলা করে এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে।
উক্ত ফাইনাল খেলায় যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সাজেদুল ইসলাম রুবেল সহ-আইন সম্পাদকগণ অধিকার পরিষদ, মোহাম্মদ শরিফুল ইসলাম আহ্বায়ক গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা, রবিউল আজম সদস্য সচিব গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা, মোঃ ফরহাদ মিয়া সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ ফরিদপুর জেলা প্রমুখ।