কোভিড-১৯
লায়ন সোবহান হাওলাদার
আজি থেকে দশক দশক পরে
দাদা তার নাতীকে শুনাবে গল্প
করোনা এসেছিল ভবে মারিবার তরে
বছরব্যাপী বিশ্ববাসীকে রেখেছিল ঘড়ে।
সারাক্ষণ জপিত সবাই সৃষ্টিকর্তার নাম
এবার যদি বেঁচে যায়
করবে না আর অপকর্ম
পড়তো সবাই ধর্মগ্রন্থ।
একে অন্যকে শোনাতো অমিও বাণী
গনজমায়েত ছিলো বন্ধ
প্রার্থনালয় যেতেও ছিল মানা
হাত মিলানো শতভাগ বন্ধ।
যদিও কেউ যেতো ঘড়ের বাহিরে
মুখে পড়তো মাস্ক, থাকতো তিন ফুট দূরে
পকেটে থাকতো স্যানিটাইজার
কিছুক্ষণ পর পর মাখতো হাতে।
তড়িঘড়ি করে কেউ কেউ বানিয়েছিল টিকা
নিয়েছিল মানুষ বাঁচিবার তরে
তবুও কী বেঁচেছিল সবাই
অনেকেই করোনায় ছেড়েছিল ধরা।
নাতী জানতে চাবে
করোনা কী আবার আসিবে ফিরে
করোনা ছিলো, করোনা আছে
করোনা আসবে আবার, অন্য রুপে।