আত্ম উপলব্ধি
লায়ন সোবহান হাওলাদার
তুমি নারী
তোমার মন বুঝা বেশ ভারী
এই হাসো, এই কাঁদো
তাইতো তুমি কাদম্বিনী।
হঠাৎ হও অগ্নিমূর্তি
পরক্ষণেই শান্ত
তাইতো পুরুষ ভ্রান্ত
হয় অনেকেই সর্বস্বান্ত।
জালে জালে রেষারেষি
ভাই ভাই কষাকষি
তুমি মা, তুমি মমতাময়ী
তুমি বোন, তুমি কোমল
তুমি শাশুড়ি, তুমি ক্রোধান্বিত
তুমি স্ত্রী, ভালোবাসা অফুরন্ত।
কোথায় স্বামী, রাতদিন চিন্তিত
তুমি পেশাজীবী, দায়িত্বে অবিচলিত।
তোমাকে রাখতে শান্ত
পুরুষ বড্ড ক্লান্ত।া