নিজস্ব সংবাদদাতাঃ
পুরাণ ঢাকার হাজী সেলিম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ঐতি ইসলাম। এবার এইচএসসি পরীক্ষার্থী। এখনও ৪টি পরীক্ষা বাকী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয়। দুই বোন, এক ভাই, আর বাবা মা। থাকে হাজারীবাগে। আন্দোলনের দিনগুলোতে প্রতিদিন রাস্তায় ছিল অকুতোভয় ঐতি। দিনে বৈষম্যের বিরুদ্ধে সহপাঠীদের সাথে শ্লোগান, প্রতিরোধ আর রাতে নিজের মনের কথা প্ল্যাকার্ডে লেখা। মোবাইলটিও সাথে নিয়ে যেতো না ঐতি অর্থাৎ দিনে পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থেকে এ আন্দোলনে জীবন বাজি রেখে সম্মুখ সারির যোদ্ধা। যুদ্ধের প্রথম ধাপ শেষ করে এখন দেশে শৃঙ্খলা রক্ষায় রোদ বৃষ্টির মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তায় কাজ করছে। ঐতি প্রচন্ড আত্মবিশ্বাসী, মেধাবী, সাহসী ও পরিশ্রমী। তার কথা এতো কষ্ট করে লেখাপড়া করে কোটার কারণে আমাদের যদি যথাযথ মূল্যায়ণ করা না-ই হয় তাহলে পড়াশুনা করে কী লাভ?এসব অকুতোভয় যোদ্ধাদের প্রতি জাতি ভরসা রাখতেই পারে বৈষম্যহীন দেশ গড়ার।